পয়লা বৈশাখে মেঘে ঢাকা শহর, ঝড়-বৃষ্টির সম্ভাবনায় বদলাবে আবহাওয়া

সংবাদদাতা, কলকাতা: নববর্ষের দিনে শহরবাসীর মন প্রশ্নে ভরা—আজ কি বর্ষার আমেজে ভেসে যাবে কলকাতা? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ, মঙ্গলবার শহর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্তমানে একটি অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা মধ্যপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। একইসঙ্গে আরেকটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড হয়ে এসেছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশ আজ মেঘলা এবং কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।আরও জানা যাচ্ছে, আগামী ১৬ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার প্রভাবেও রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন দেখা যেতে পারে।সুতরাং, পয়লা বৈশাখে বাইরে বেরোনোর আগে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না!

সপ্তাহের শুরুতে শহরের আকাশে বজ্রগর্জনের সঙ্গেই ঝড় বয়ে যায়, যার প্রভাব পড়েছে তাপমাত্রায়ও। সোমবার রাতে হালকা ঠান্ডার অনুভূতি মেলে শহরে। মঙ্গলবার সকালে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৬ ডিগ্রি কম।গতকাল, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি, তবে আকাশ ছিল মেঘলা।আজ, মঙ্গলবারও আকাশে মেঘের আনাগোনা থাকবে বলে পূর্বাভাস। দিনের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বসন্তের মাঝেই আবহাওয়ার এই পালাবদল শহরবাসীকে দিয়েছে কিছুটা স্বস্তি—তাপপ্রবাহের জ্বালায় সাময়িক বিরাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts