Site icon

‘মোমবাতি না জ্বালিয়ে, ধর্ষকদের জ্বালান’, আরও কড়া শুভশ্রীর প্রতিবাদের ভাষা

Tollywood: আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব টলিপাড়া। প্রতিবাদ মিছিল হোক কিংবা যে কোনও অনুষ্ঠান—সর্বত্র নায়িকাদের একটাই দাবি ‘ন্যায় বিচার চাই’। ১৭ দিন হয়ে গেল এখনও পর্যন্ত তিলোত্তমার ঘটনার কোনও উত্তর মেলেনি। যে কোনও নায়িকার সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে একটাই পোস্ট দেখা যাবে। সোমবার যেন আরও কড়া তাঁদের প্রতিবাদের ভাষা।

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব টলিপাড়া। প্রতিবাদ মিছিল হোক কিংবা যে কোনও অনুষ্ঠান—সর্বত্র নায়িকাদের একটাই দাবি ‘ন্যায় বিচার চাই’। ১৭ দিন হয়ে গেল এখনও পর্যন্ত তিলোত্তমার ঘটনার কোনও উত্তর মেলেনি। যে কোনও নায়িকার সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে একটাই পোস্ট দেখা যাবে। সোমবার যেন আরও কড়া তাঁদের প্রতিবাদের ভাষা। কয়েক দিন আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি পোস্ট করেছিলেন। যে ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন তিনি যা স্পষ্ট করে গারুদা পুরাণ অনুসারে ধর্ষকের শাস্তি হওয়া উচিত। এবার আরও এক নতুন পোস্ট শেয়ার করেছেন নায়িকা। সেখানে লেখা,”একবার মোমবাতির পরিবর্তে ধর্ষকদের জ্বালিয়ে দেখুন, তাতে হয়তো ধর্ষণের সংখ্যা কমলেও কমতে পারে। প্রত্যেকবার মেয়েরাই জ্বলবে সেটা জরুরি নয়।” তাঁর এই পোস্ট এটাই ইঙ্গিত দেয় যে প্রতিবাদ থেকে সরে আসার পাত্রী তিনি নন। শেষ দেখে তবেই ছাড়বেন। শুধু শুভশ্রী নন, গর্জে উঠেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহিনী সরকার,স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ আরও অনেক অভিনেত্রীরাই।

কয়েক দিন আগে যে ছবি শেয়ার করেছিলেন নায়িকা। তাতে দেখা গিয়েছিল বড় খাঁচার ভিতর এক মানুষ। তিনি সম্পূর্ণ উলঙ্গ। শাস্তি দিতে তার যৌনাঙ্গের উপর খাঁচায় করে ছেড়ে দেওয়া হয়েছে ইঁদুর। যা ক্ষতবিক্ষত করেছে তাকে। এরই সঙ্গে লেখা, এরকমই শাস্তি হোক। যাতে এরপর কোনও পারভার্ট ধর্ষণের কথা ভাবার সময়ও ভয় কাঁপে। এরই কয়েকদিন আগে নিজেই এক কবিতা লিখে প্রতিবাদে শামিল হন তিনি। দাবি করেছিলেন শাস্তির। একই সঙ্গে জানিয়েছেন আর নিয়মে বেঁধে থাকতে চান না তিনি। মানতে চান না কোনও রীতি। তাঁর প্রশ্ন, ‘সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের? ওরা তা হলে করবে কী?” প্রশ্ন হল এই ‘ওরা’ আদপে কারা?

পুলিশ নাকি প্রশাসন নাকি শুভশ্রীর নিশানায় অন্য কেউ! শুভশ্রী আরও লেখেন, “… অনেক হয়েছেন নোংরামি, অনেক করেছো পাপ/ তাই তো নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুকে পোস্টের বন্যা। আমরা না কি পতিতা/ আমরা না কি নষ্টা! দেখ তাহলে, এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া। যেখানে বাপকেও ছাড়ে না পাপ!” নতুন দুনিয়া গড়ার ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে চেয়েছেন প্রতিকারও। তবে নেটিজেনদের একটাই প্রশ্ন তাঁকে শুভশ্রীর এই প্রতিবাদ আদপে কার বিরুদ্ধে? একজন লিখেছেন, “আপনার স্বামী রাজ চক্রবর্তী একজন তৃণমূল বিধায়ক। বারবার করে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে, রাজের এই ব্যাপারে মত কী? তিনি কি শাসকদলের পদ ছেড়ে দেবেন?”

Exit mobile version