‘পাকিস্তানের ট্রেন ছিনতাইয়ে ভারতের ভূমিকার দাবি প্রত্যাখ্যান করলো বিদেশ মন্ত্রণালয়’

নতুন দিল্লি [ভারত], ১৪ মার্চ : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাফর এক্সপ্রেস হামলায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ করলেও, ভারত এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

পাকিস্তান এই সপ্তাহে বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের সঙ্গে ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছে। তারা দাবি করেছে যে হামলাকারীদের সাহায্যকারী ব্যক্তিরা আফগানিস্তানে অবস্থান করছিল এবং তাদের বিরুদ্ধে ভারতীয় সমর্থন থাকার অভিযোগ তুলেছে।

পাকিস্তানের এমন মন্তব্যের পর বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, “পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। সারা পৃথিবী জানে সন্ত্রাসবাদের মূল কেন্দ্র কোথায়। পাকিস্তানের উচিত, অন্যদের ওপর দোষ চাপানোর পরিবর্তে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলি খতিয়ে দেখা।”

Post Comment