করুন ঝড় তুলেও পারলেন না,জয় মুম্বাইয়ের

নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় রবিবার আইপিএলে রুদ্ধশ্বাস এক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ১২ রানে হারাল দিল্লি ক্যাপিটালসকে। এবারের আসরে দিল্লির এটি প্রথম হার। ফলে টেবিলের শীর্ষস্থান খুইয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল তারা। অন্যদিকে, এই জয়ে সপ্তম স্থানে উঠে এল মুম্বই।২০৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। প্রথম বলেই ফিরে যান ওপেনার ফ্রেজার-ম্যাকগার্ক। তবে এরপর ব্যাট হাতে ঝড় তোলেন করুণ নায়ার। ২২ বলে হাফ সেঞ্চুরি করে, ৪০ বলে ৮৯ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ১২টি চার ও ৫টি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস দিল্লির জয়কে একসময় অনেকটাই সম্ভব করে তোলে। কিন্তু করুণ আউট হতেই হঠাৎ ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং।আভিষেক পড়েলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১৯ রানের জুটি গড়লেও বাকি ব্যাটাররা কার্যত কিছুই করতে পারেননি। শেষ ওভারে তিনটি রান আউট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পুরো দল থেমে যায় ১৯৩ রানে।মুম্বইয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন কর্ণ শর্মা—৩টি উইকেট তুলে নেন মাত্র ৪৬ রানে। সঙ্গ দেন স্যান্টনার, চাহার ও বুমরাহ। ম্যাচের টানটান উত্তেজনা শেষ পর্যন্ত মুম্বইয়ের দিকে হেলে পড়ে।এই জয় হার্দিক পান্ডিয়ার দলের জন্য বড় প্রাপ্তি। আর করুণ নায়ার, যদিও দলকে জেতাতে পারলেন না, তবুও তাঁর ইনিংসটা হয়তো জাতীয় দলের নির্বাচকদের জন্য একটা জোরালো বার্তা হয়ে থাকল।

মুম্বাই ইন্ডিয়ান্সের জয় হলেও রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেল।এদিনও বেট হাতে তেমন কিছু করে উঠতে পারলেন না ‘হিটম্যান’।১২ বলে ১৮ রান করে এলবিডব্লু হন বিপরাজ নিগমের বলে। চলতি আইপিএলে এটিই তাঁর পঞ্চম ইনিংস, কিন্তু রান মাত্র ৫৬। গড় দাঁড়িয়েছে মাত্র ১১.২০, যা রীতিমতো হতাশাজনক। ধারাবাহিক ব্যর্থতায় রোহিতের ফর্ম নিয়ে চর্চা ক্রমেই বাড়ছে।তবে অন্য প্রান্তে দায়িত্ব নেন তরুণ ব্যাটাররা। টস হেরে ব্যাট করতে নামা মুম্বই দলগত প্রচেষ্টায় ২০৫ রানের লড়াকু স্কোর তোলে। তিলক ভার্মা ৩৩ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে ভরসা দেন। রায়ান রিকেলটন ৪১, সূর্যকুমার যাদব ৪০ এবং নমন ধীর অপরাজিত ৩৮ রান করে স্কোরবোর্ড সচল রাখেন। যদিও কেউই পঞ্চাশের ঘরে পৌঁছতে পারেননি, কিন্তু দ্রুত রান এবং জুটি গঠনে প্রত্যেকে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।দিল্লির হয়ে সবচেয়ে সফল ছিলেন কুলদীপ যাদব, যিনি ২৩ রানে ২ উইকেট তুলে নেন। বাকি বোলাররা খরচ করলেন অনেক রান, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।সবমিলিয়ে মুম্বইয়ের ব্যাটিং ছিল পরিণত ও পরিকল্পিত। তবে রোহিতের ব্যর্থতা যে দলের জন্য ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে, সেটা আর অস্বীকার করার জায়গা নেই।

1 comment

comments user
retrogame

The educational angle overlooks Retro Bowl strategic thinking development potential.

Post Comment

You May Have Missed