TMCP: রাতের ট্রেনেই কলকাতায় আসছে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকশো সদস্য

TMCP: আরজি করের প্রেক্ষাপটে এবার তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকেও ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর আওয়াজ তোলা হবে। এই ‘জাস্টিস’ সিবিআইয়ের কাছ থেকে ইতিমধ্যেই একাধিকবার চেয়েছেন তৃণমূলের নেতারা। বারবার কুণাল ঘোষের মুখে শোনাও গিয়েছে সে কথা। বুধবারের মঞ্চে সেই দাবিই আরও জোরাল হবে। 

জলপাইগুড়ি: ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। উত্তরবঙ্গ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দলে দলে কলকাতামুখী। সোমবারই মিছিল করে জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছন তাঁরা। দার্জিলিং মেলে কলকাতার দিকে রওনা দেন জলপাইগুড়ির তৃণমূল সমর্থিত ছাত্ররা। বুধবার ২৮ তারিখ মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।

সোমবার রাতে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং মেলে প্রায় ৫০০ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী কলকাতার উদ্দেশে রওনা দেন। তাঁরা জানান, ২৮ তারিখের কর্মসূচিতে যোগ দিতেই সোমবার রওনা দিলেন তাঁরা। প্রত্যেক বছরই ২৮ অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে এই দিনটি পালন করে টিএমসিপি।

টিএমসিপি রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকার জানান, জলপাইগুড়ি জেলা থেকে ৪ হাজারের বেশি কর্মী ইতিমধ্যে কলকাতা চলে গিয়েছে। অন্যদিকে যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “২৮ অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান। সেখানেই যাচ্ছেন।” আগামিকাল কলকাতায় নবান্ন অভিযান। তৃণমূল নেতৃত্ব সেসব কানেই তুলতে নারাজ। বলেন, ওসব বিজেপির কর্মসূচি। সকলে সবই জানে। আমাদের নজর ২৮ তারিখে।

আরজি করের প্রেক্ষাপটে এবার তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকেও ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর আওয়াজ তোলা হবে। এই ‘জাস্টিস’ সিবিআইয়ের কাছ থেকে ইতিমধ্যেই একাধিকবার চেয়েছেন তৃণমূলের নেতারা। বারবার কুণাল ঘোষের মুখে শোনাও গিয়েছে সে কথা। বুধবারের মঞ্চে সেই দাবিই আরও জোরাল হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts