Category: বিনোদন

  • ফের অনুপ্রবেশের চেষ্টা সলমন খানের বাড়িতে, গ্রেপ্তার দুই অনুরাগী

    ফের অনুপ্রবেশের চেষ্টা সলমন খানের বাড়িতে, গ্রেপ্তার দুই অনুরাগী

    মুম্বই : মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফের নিরাপত্তা ভেঙে ঢোকার চেষ্টা সলমন খানের বাড়িতে। এক সপ্তাহে দু’দুবার এমন অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে বলেই জানিয়েছে পুলিস। প্রথম ঘটনা ঘটে মঙ্গলবার সকালে, যখন ছত্তিশগড়ের জিতেন্দ্র কুমার সিং, বয়স ২৩ বছরের এক যুবক অভিনেতার বাড়ির সামনে এসে নিজেকে সলমনের ভক্ত বলে দাবি করে ভিতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে উত্তেজিত হয়ে পড়ে সে, এমনকি এক নিরাপত্তারক্ষীর ফোন ভেঙে দেয় বলে অভিযোগ। সন্ধ্যাবেলায় ফের সে লুকিয়ে থেকে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে, এবার তাকে গ্রেপ্তার করে পুলিস।এরপর বৃহস্পতিবার সকালে এক মহিলা ইশা ছাবরা, বয়স ৩২ বছরের এক অনুরাগীও একইভাবে প্রবেশের চেষ্টা করে। নিজেকে মডেল পরিচয় দিয়ে সে জানায়, সলমনের সঙ্গে একবার দেখা করতেই এসেছে। পুলিস দু’জনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা একা নাকি কারও প্ররোচনায় এই কাজ করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, সলমন খান আগেও একাধিকবার হুমকি পেয়েছেন, বিশেষ করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে। তাঁর নিরাপত্তা নিয়ে প্রশাসন যথেষ্ট সতর্ক। তবে বারবার এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ভাবনা চলছে।

  • মেয়ের প্রথম ঝলক শেয়ার করলেন রাহুল -আথিয়া ,জানালেন নামও

    মেয়ের প্রথম ঝলক শেয়ার করলেন রাহুল -আথিয়া ,জানালেন নামও

    রাহুল-আথিয়ার ঘরে এসেছে খুশির খবর, মেয়ের নাম জানিয়ে ছবি শেয়ার ক্রিকেটারের।ক্রিকেট ও বলিউডের এই জনপ্রিয় জুটির জীবনে এসেছে নতুন আনন্দের মুহূর্ত। কেএল রাহুল ও আথিয়া শেট্টি তাঁদের সদ্যোজাত কন্যার প্রথম ঝলক শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রাহুলের ৩৩তম জন্মদিনে, এই খুশির খবর ভাগ করে নিয়ে ভক্তদের দিলেন সারপ্রাইজ।ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে রাহুল ও আথিয়া তাঁদের মেয়েকে কোলে নিয়ে রয়েছেন। যদিও শিশুর মুখ দেখা যায়নি, কিন্তু ক্যাপশনেই মিলেছে বড় সারপ্রাইজ—মেয়ের নাম। তাঁরা লিখেছেন, “আমাদের মেয়ে, আমাদের পৃথিবী—ইভারা ঈশ্বরের আশীর্বাদ।’ইভারা’ নামটি সংস্কৃত শব্দ থেকে নেওয়া, যার অর্থ ‘ঈশ্বরের উপহার’। এই নাম সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে শুভেচ্ছার ঢল। বলিউড ও ক্রীড়াজগতের বহু তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন, সঙ্গে সাধারণ মানুষও আনন্দে সামিল হয়েছেন।উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল ও আথিয়া। ২০২4 সালের শেষের দিকে জানা যায় আথিয়া গর্ভবতী। এরপর ২৪ মার্চ, মুম্বইয়ের এক হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা। মেয়ের জন্মের সময় পাশে থাকতে রাহুল আইপিএলের প্রথম ম্যাচেও অংশ নেননি।এই নতুন অধ্যায়ের জন্য রাহুল-আথিয়াকে জানাই অনেক অনেক শুভেচ্ছা!

    নিজের নাতনিকে ঘিরে এক আবেগঘন পোস্টে জীবনের আসল মানে বোঝালেন সুনীল শেঠি।সম্প্রতি লিঙ্কডইনে একটি পোস্টে সুনীল শেঠি লেখেন, “জীবন অনেক সময় আমাদের এমন লক্ষ্য ছুঁতে বাধ্য করে, যা হয়তো বাহ্যিকভাবে সফলতার চিহ্ন—ভালো কাজ, বড় অফিস, আরও টাকা, স্বীকৃতি। কিন্তু সত্যি বলতে, সবকিছুর শেষে যে জিনিসটা হৃদয়ে সবচেয়ে গভীর ছাপ ফেলে, সেটা অনেক সময় সবচেয়ে সাধারণ কিছু থেকেই আসে।”তিনি আরও ইঙ্গিত করেন, নাতনির আগমনে তার হৃদয় ভরে উঠেছে এমন এক আনন্দে, যা কোনও চুক্তি বা অর্জন দিতে পারেনি।এই কথাগুলোর মধ্যে ফুটে উঠেছে একজন দাদুর আবেগ, ভালোবাসা আর উপলব্ধি—জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো একটা ছোট্ট হাসি, ছোট্ট হাতের ছোঁয়া, আর এক নিঃশর্ত ভালবাসা।

  • “শাহরুখ খানের ‘কিং’ ছবিতে কি দীপিকা পাডুকোন?”

    “শাহরুখ খানের ‘কিং’ ছবিতে কি দীপিকা পাডুকোন?”

    ২০০৭ সালের নভেম্বর মাসে, শাহরুখ খান তার তারকাখ্যাতির শীর্ষে ছিলেন এবং ফারাহ খানের ক্লাসিক ছবি ওম শান্তি ওম-এ দীপিকা পাডুকোনকে প্রথমবার বড় পর্দায় উপস্থাপন করেছিলেন। সেখানে দীপিকা অভিনয় করেছিলেন শান্তি প্রিয়া এবং স্যান্ডি চরিত্রে, যা পরবর্তীতে ইতিহাস হয়ে দাঁড়ায়। তার পর থেকে দীপিকার বিশ্বব্যাপী খ্যাতি অব্যাহতভাবে বেড়েছে।

    এখন, এই দীর্ঘ যাত্রার পর, দীপিকা পাডুকোন আবারও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে যাচ্ছেন, যেখানে তিনি তার পরামর্শদাতার ছোট্ট সন্তান সুহানা খানের সঙ্গে কিং ছবিতে অভিনয় করবেন। কিং ছবিটি সুহানার প্রথম থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে। শাহরুখ খান অভিনীত এই ছবিটি প্রথমে সুজয় ঘোষ পরিচালিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি পাঠান (২০২৩) এবং ফাইটার (২০২৪) ছবির জন্য পরিচিত।

    একজন ভক্ত পরামর্শ দিলেন, “দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে কাউকে নিয়ে আসুন,” আরেকজন তাদের মতামত শেয়ার করে বললেন, “আমি দীপিকাকে খুব ভালোবাসি, কিন্তু মনে হচ্ছে এই সিনেমায় তার উপস্থিতি না থাকাই ভালো। আমরা ইতিমধ্যে তাকে পাঠান এবং জওয়ান এ দেখেছি, এবং তিনি পাঠান ২ তেও থাকবেন। তাই দর্শকদের জন্য কিং এ তাকে দেখতে হয়তো একটু একঘেয়ে হতে পারে। আমি বলি, এই চরিত্রের জন্য টাবু, মাধুরী বা কাজলকে নেওয়া উচিত।”

  • ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! ৪২ চিকিৎসকের বদলির নির্দেশ বাতিল করল স্বাস্থ্য দফতর

    ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! ৪২ চিকিৎসকের বদলির নির্দেশ বাতিল করল স্বাস্থ্য দফতর

    শনিবার সাংবাদিক বৈঠক করে চিকিৎসকদের বদলির নির্দেশ বাতিলের সিদ্ধান্তের কথা জানান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। একই সঙ্গে তিনি এ-ও জানান, এই বদলির নেপথ্যে অন্য কোনও কারণ নেই। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকদের একাংশ। ফলে ব্যাহত হয়েছে স্বাস্থ্য পরিষেবা। এমন পরিস্থিতিতে ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ আপতত বাতিল করল স্বাস্থ্য দফতর। শনিবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

    কেন এই নির্দেশ প্রত্যাহার করা হল, তা বলতে গিয়ে স্বাস্থ্যসচিব জানান, ওই চিকিৎসকেরা এখন বিভিন্ন জায়গায় পরিষেবা দিচ্ছেন। তাঁদের বদলি করলে পরিষেবা ব্যাহত হতে পারে। তাই বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হল। এতে কোনও বিতর্ক নেই। বদলির নির্দেশ আপতত বাতিল করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানান নারায়ণস্বরূপ।

    উল্লেখ্য, শুক্রবার রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর বিজ্ঞপ্তি জারি করে এই বদলির নির্দেশ প্রকাশ করেছিল। সরকারি বিধি মেনে সেই বিজ্ঞপ্তিতে ‘রাজ্যপালের ইচ্ছায় দায়িত্ব’ দেওয়ার বার্তাও ছিল। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বিজেপির অভিযোগ, ওই চিকিৎসকেরা আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’। বাংলায় চিকিৎসক বদলি নিয়ে শনিবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। ৪৩ চিকিৎসকের বদলিকে ‘শাস্তিমূলক পদক্ষেপ’ও বলেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা। অন্য দিকে, চিকিৎসক সংগঠন ‘ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট অ্যাসোসিয়েশন’-এর তরফে বদলির প্রতিবাদ জানানো হয়েছে। এক্স পোস্টে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলার রাজ্যপাল আমাদের প্রতিবাদ সমর্থনকারী সদস্যদের অন্যায় ভাবে বদলি করেছেন। এই শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য আমাদের দাবি স্তব্ধ করতে পারবে না। আমরা আমাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।’’ প্রতিবাদে সরব হয়েছিল অ্যাসোসিয়েশন অফ হেল্‌থ সার্ভিস ডক্টর্সও। এই প্রতিবাদের মাঝেই সিদ্ধান্ত বদলের কথা জানাল স্বাস্থ্য দফতর।\

    ‘প্রভাবশালীরা রাতে বিলাসবহুল ঘরে ঘুমোন, চিকিৎসকেরা সেমিনার হলে’! প্রশ্নে বাদশা

     Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries,

     Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting,

    There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomised words which don’t look even slightly believable. If you are going to use a passage of Lorem Ipsum, you need to be sure there isn’t anything embarrassing hidden in the middle of text. All the Lorem Ipsum generators on the Internet tend to repeat predefined chunks as necessary, making this the first true generator on the Internet. It uses a dictionary of over 200 Latin words, combined with a handful of model sentence structures, to generate Lorem Ipsum which looks reasonable. The generated Lorem Ipsum is therefore always free from repetition, injected humour, or non-characteristic words etc.