ওই দিন রাত ১১টা ১ মিনিটে তিনি এক বন্ধু সৌরভকে নিয়ে আরজি কর হাসপাতাল থেকে বেরিয়েছিলেন, পথে তারা মদ পান করেন। তারপর সঞ্জয় বলেন কলকাতার রেড লাইট এরিয়া সোনাগাছিতে গিয়েছিলাম,সেখানে ভালো না লাগলে তখন সঞ্জয় চেতলাতে যান কিন্তু তিনি শারীরিক সম্পর্ক করেননি।9 আগস্ট, তিনি তার বন্ধু সৌরভের সাথে বাইকে করে আরজিকে হাসপাতালে পৌঁছেছিলেন। সঞ্জয়ের বন্ধু …