Mukesh Ambani: মুকেশ অম্বানির হাত ধরে লক্ষ্মীলাভ থামছেই না, ঘরে ঢুকল আরও ২৯ হাজার কোটি, নেপথ্যে কোন রহস্য?

Mukesh Ambani: তথ্য বলছে, বর্তমানে দেশের সবচেয়ে দামি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহে মোট ২৯,৬৩৪.২৭ কোটি টাকা বেড়ে ২০,২৯,৭১০.৬৮ কোটি টাকা হয়েছে৷ আর তাতেই লাভবান হয়েছেন শেয়ার হোল্ডাররা।

কলকাতা: আম্বানির হাত ধরে আরও লক্ষ্মী লাভ। এক সপ্তামে শেয়ার হোল্ডারদের পকেটে ঢুকল প্রায় ২৯ হাজার কোটিরও বেশি টাকা। গত এক সপ্তাহে শেয়ার বাজারে ব্যাপক উত্থান-পতন দেখা গেলেও একাধিক সংস্থার ঘরে তুলে ফেলেছে বড় লাভ। একইসঙ্গে দেশের শীর্ষ স্থানীয় ১০ কোম্পানির মধ্যে ৯ কোম্পানির মূলধনই বাড়তে দেখা গিয়েছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। রিলায়েন্স একা আয় করেছে ২৯,৬৩৪ কোটি টাকা। 

তবে দেশের শীর্ষ ১০ টি কোম্পানির মধ্যে শুধুমাত্র HDFC ব্যাঙ্কের বাজার মূলধন কমেছে। ৪,৮৩৫.৩৪ কোটি টাকা কমে ১২,৩৮,৬০৬.১৯ কোটি টাকা হয়েছে। মোট বাজার মূলধনের পরিপ্রেক্ষিতে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই সপ্তাহেও দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসাবে উঠেছে। তালিকায় তারপরেই রয়েছে TCS, HDFC ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ICICI ব্যাঙ্ক, ইনফোসিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, LIC, হিন্দুস্তান ইউনিলিভার এবং ITC। 

তথ্য বলছে, বর্তমানে দেশের সবচেয়ে দামি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহে মোট ২৯,৬৩৪.২৭ কোটি টাকা বেড়ে ২০,২৯,৭১০.৬৮ কোটি টাকা হয়েছে৷ আর তাতেই লাভবান হয়েছেন শেয়ার হোল্ডাররা। তথ্য বলছে, দেশের শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৯টির মোট বাজার মূলধন গত সপ্তাহে ৯৫,৫২২.৮১ কোটি টাকা বেড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পর সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে টিসিএস-এর ক্ষেত্রে। কোম্পানির বাজার মূলধন ১৭,১৬৭.৮৩ কোটি টাকা বেড়ে হয়েছে ১৬,১৫,১১৪.২৭ কোটি টাকা। হিন্দুস্তান ইউনিলিভারের মূলধন ১৫,২২৫.৩৬ কোটি টাকা বেড়ে ৬,৬১,১৫১.৪৯ কোটি টাকা হয়েছে৷

3 Comments

  1. jiliwinapplogin
    December 7, 2025

    If you’re after a smooth login for Jili games, jiliwinapplogin is the ticket. Definitely a thumbs up from me. Link: jiliwinapplogin

  2. okayplay
    December 14, 2025

    Okayplay… hmm, what can I say? It’s pretty good! I’ve had some fun experiences there. Give it a shot and see if it’s your thing: okayplay. Good luck!

  3. betpontobetafiliado
    December 27, 2025

    Signed up with betpontobetafiliado! The referral program seems quite enticing. Time to bring my buddies and share the wins! Check it out: betpontobetafiliado

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *