নয়াদিল্লি, ২৮ এপ্রিল: কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন ‘টিআরএফ’, যা লস্কর-ই-তোইবার একটি শাখা বলে পরিচিত। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফের টানাপোড়েন শুরু হয়েছে।ভারতের অভিযোগ, সীমান্ত পেরিয়ে হামলা চালানো এই গোষ্ঠীগুলি পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে কাজ করছে। ইসলামাবাদ তাদের নিয়ন্ত্রণে কোনও কঠোর ব্যবস্থা নিচ্ছে না বলেও দাবি করেছে নয়াদিল্লি। এর পরিপ্রেক্ষিতে ভারত বেশ কয়েকটি কৌশলগত ও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি পুনর্বিবেচনার মতো গুরুতর সিদ্ধান্ত।
এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য এল এক বড় ঘোষণা। ফ্রান্সের সঙ্গে একটি ৬৩ হাজার কোটি টাকার চুক্তিতে সম্মতি দিল ভারত, যার মাধ্যমে ভারতের নৌবাহিনী পাচ্ছে অত্যাধুনিক ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান।আজ নয়াদিল্লির নৌসেনা ভবনে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, নৌবাহিনীর সহ-প্রধান অ্যাডমিরাল কে. স্বামীনাথান ও ফ্রান্সের রাষ্ট্রদূত। প্রতিরক্ষা মন্ত্রকের ক্যাবিনেট কমিটি চলতি মাসেই এই চুক্তিকে ছাড়পত্র দেয়।চুক্তি অনুযায়ী, ভারতীয় নৌসেনা পাবে ২২টি এক আসনের ও ৪টি দুই আসনের রাফাল মেরিন যুদ্ধবিমান। এর সঙ্গে যুক্ত থাকছে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং ভারতীয় সেনাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থাও। সবকটি বিমান ২০৩১ সালের মধ্যে ভারতের হাতে চলে আসবে বলে জানানো হয়েছে।বিশ্বের সবচেয়ে উন্নত ক্যারিয়ার-যোগ্য যুদ্ধবিমানের তালিকায় রাফাল মেরিন অন্যতম। এই যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমানবাহী রণতরীগুলিতে যুক্ত হলে, দেশের সমুদ্র প্রতিরক্ষা আরও সুদৃঢ় ও আধুনিক হয়ে উঠবে। ভারত এই অত্যাধুনিক যুদ্ধবিমান পেয়ে নিজেদের নৌ-বল বৃদ্ধির পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ক্ষমতাও অনেকটাই শক্তিশালী করবে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে, এমন পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিকে বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখছেন।
ভারতের প্রতিরক্ষা বাহিনীতে বর্তমানে যুদ্ধবিমানগুলির এক বড় ঘাটতি রয়েছে। পুরনো মিগ-২১ যুদ্ধবিমানগুলি ধাপে ধাপে বাতিল করা হচ্ছে, যার ফলে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা ৪২টি হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে তা মাত্র ৩২টি দাঁড়িয়ে গেছে। তবে নতুন চুক্তি, যা ২৬টি রাফাল মেরিন (এম) যুদ্ধবিমান ফ্রান্স থেকে কেনার জন্য হয়েছে, সেই চুক্তি ভারতের যুদ্ধবিমান ঘাটতি পূরণ করতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এই চুক্তি ভারতের সামরিক শক্তি এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, এবং ভারতীয় বায়ুসেনার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।এই চুক্তি শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে আরও গভীর সহযোগিতার দরজা খুলে দিল বলেই মনে করছেন কূটনৈতিক মহল।এই চুক্তিকে ভারত সরকারের কৌশলগত আত্মনির্ভরতা ও প্রস্তুতির একটি বড় দৃষ্টান্ত হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
365jlvip
August 7, 2025It’s easy to get carried away with online games, but responsible play is key! Seeing platforms like 365jl vip prioritize security & legit verification is reassuring. Curious about exploring? Check out the 365jl vip app download apk for a curated experience.