জন্মহার বাড়াতে মরিয়া আমেরিকা,”বিয়ে বা সন্তান হলে মিলবে টাকা ও সুযোগ”

ট্রাম্প শিবিরে চলছে নীরব কৌশল২০০৭ সালের পর থেকে লাগাতার কমছে যুক্তরাষ্ট্রের জন্মহার—এটা এখন দেশটির প্রশাসনের এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট সামাল দিতে ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মহলে বেশ কিছু সাহসী প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যার অনেকগুলোই অভূতপূর্ব।যদিও কোন পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখবে, তা এখনও অনিশ্চিত, তবে প্রশাসনের নীতিনির্ধারকরা ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন। উঠে আসছে বেশ কিছু অভিনব প্রস্তাব, যার লক্ষ্য – দম্পতিদের সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহিত করা এবং পরিবার গঠনে আর্থিক সহায়তা বাড়ানো।একটি আলোচিত প্রস্তাব অনুযায়ী, আমেরিকার নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ‘ফুলব্রাইট স্কলারশিপ’-এর আসনের একটি অংশ (প্রায় ৩০ শতাংশ) বরাদ্দ হতে পারে তাঁদের জন্য, যারা বিবাহিত বা যাঁদের সন্তান রয়েছে।তবে শুধু শিক্ষা নয়, মায়েদের আর্থিক নিরাপত্তার বিষয়েও ভাবছে কর্তৃপক্ষ। মা হওয়ার পর প্রত্যেক নারীর হাতে প্রায় ৫ হাজার ডলার দেওয়ার পরিকল্পনা আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ টাকার সমান।এছাড়া, স্বাস্থ্য ও সচেতনতা বাড়াতে নারীদের মাসিক চক্র সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার দিকেও নজর দেওয়া হচ্ছে, যাতে গর্ভধারণ সংক্রান্ত সিদ্ধান্তে তাঁরা আরও সচেতন ও প্রস্তুত হতে পারেন। প্রসঙ্গত, বিশ্বের অনেক দেশ, যেমন চীন, জন্মহার বাড়াতে নানা ধরনের নীতি ও প্রণোদনার আশ্রয় নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এবার হয়তো ট্রাম্পের নেতৃত্বে আমেরিকাও সেই পথেই হাঁটতে চলেছে—তবে আরও রাজনৈতিক রূপে ও বৃহৎ কাঠামোয়।এই পরিকল্পনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, বিষয়টি ঘিরে নানা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই বলছেন, এটি হতে পারে ভবিষ্যতের ভোটরাজনীতির অংশও।

1 Comment

  1. AI Tools
    December 4, 2025

    Great resource for discovering AI tools! As a social worker, I appreciate platforms like AI Reply Assistant that help streamline workflows and support professionals in making informed decisions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *