উত্তরপ্রদেশে হরদৈ এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা। পণ না মেলায় স্ত্রীকে নানাভাবে হেনস্থা করছিলেন স্বামী। এবার সেই অত্যাচারের মাত্রা ছাড়াল। অভিযোগ, স্ত্রী পার্লারে ভ্রু তুলতে গিয়েছিলেন। সেই খবর পেয়ে পার্লারে পৌঁছে যান স্বামী( রামপ্রতাপ) তিন জন সঙ্গীকে নিয়ে, এবং স্ত্রীর চুল কেটে দেন স্বামী। মেয়ের বাবা রাধাকৃষ্ণ জানান প্রায় এক বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয় রামপ্রতাপ নামক এক ব্যক্তির সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। অভিযোগ, রামপ্রতাপ বিভিন্ন অজুহাতে নিয়মিত মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন।কখনও ফ্রিজ, কখনও কুলারের মতো দামি জিনিস দাবি করেছেন তিনি। এমনকি নগদ অর্থও চাওয়া হয়েছে। পরিবার এসব দিতে না পারায় মেয়েটির উপর চেপে বসে অত্যাচার। আর এই ঘটনার পেছনেও রয়েছে সেই কারণই। তবে রামপ্রতাপের পরিবারের কিছু সদস্য পাল্টা দাবি করেছেন, স্ত্রীর পার্লারে যাওয়া মেনে নিতে পারেননি রামপ্রতাপ, তাই রাগের বশেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ রাধাকৃষ্ণ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রামপ্রতাপকে গ্রেফতার করেছে পুলিশ । উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।









777publink
December 7, 2025Anyone have the latest 777publink? Always looking for the fastest access. If you guys haven’t checked it out yet, here’s the link: 777publink