নিউ দিল্লি: ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাহাব্বুর হোসেন রানার নাম উঠেছে।যেখানে ১৬৬ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং শত শত মানুষ আহত হয়েছিলেন। তাহাব্বুর হোসেন রানা শিগগিরই ভারতে প্রত্যর্পিত হতে চলেছেন। মার্কিন সুপ্রিম কোর্ট তার প্রত্যর্পণবিরোধী আবেদন খারিজ করে দেওয়ার পর, তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের একটি বহু-সংস্থা প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে।
রানা একজন কানাডিয়ান নাগরিক, যার শিকড় পাকিস্তানে। তিনি হামলার মূল ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ বলে গোয়েন্দা তথ্যসূত্রে জানানো হয়েছে। হেডলি, যিনি একজন মার্কিন নাগরিক, রানার সঙ্গে তার সংযোগ বারবার উঠে এসেছে।বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রানাকে আনার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই প্রত্যর্পণ মুম্বাই হামলার বিচার প্রক্রিয়ায় এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মুম্বাইয়ের জনপ্রিয় চা বিক্রেতা মোহাম্মদ তৌফিক, যিনি ‘ছোটু চাইওয়ালা’ নামে পরিচিত, ২৬/১১ সন্ত্রাসী হামলার সময় নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন। সম্প্রতি তিনি তাহাব্বুর রানার প্রত্যর্পণ প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “ভারতের উচিত নয় এই ধরনের সন্ত্রাসীদের সঙ্গে কোনও রকম সহানুভূতিশীল আচরণ করা। আজমল কাসাবের মতো সন্ত্রাসীদের জন্য যেমন বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, তা একেবারেই অনুচিত।”তৌফিকের মতে, যারা নিরীহ মানুষের ওপর হামলা চালায়, তাদের জন্য আলাদা কোনও মানবিকতা দেখানোর প্রয়োজন নেই। তিনি আরও বলেন, “যদি প্রমাণ থাকে, তাহলে ২-৩ মাসের মধ্যে ফাঁসির মতো শাস্তি নিশ্চিত করা উচিত।”










77qq
December 7, 2025Alright 77qq, let’s see what you are all about. Gonna take a look around and see if you are a good place to play some games. Let’s get started! 77qq