কুকুরকে বাঁচাতে গিয়ে প্রান হারালেন মহিলা পুলিশ,

গাজ়িয়াবাদের রাস্তায় ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী পুলিশকর্মী। সোমবার রাতে কবিনগর থানায় দায়িত্ব শেষ করে বাইকে বাড়ি ফিরছিলেন ২৫ বছরের রিচা সাচান। ফেরার পথে হঠাৎই সামনে চলে আসে একটি কুকুর।প্রাণীটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি এবং সেখানেই বাইক থেকে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। মাথায় হেলমেট থাকলেও চোট ছিল গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।কবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর বর্মা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে সাব-ইনস্পেক্টর পদে যোগ দিয়েছিলেন রিচা। বর্তমানে শাস্ত্রীনগর আউটপোস্টের দায়িত্বে ছিলেন তিনি। কর্মজীবনের পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন। পরিবার জানিয়েছে, আগামী বছর তাঁর বিয়ের আয়োজন করার পরিকল্পনা ছিল।ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর মরদেহ নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শেষ বিদায়ের আগে গাজ়িয়াবাদ পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *