হঠাৎ বন্যায় বিধ্বস্ত রামবন, মৃত্যু ও ক্ষতির খবরে উদ্বেগ

শ্রীনগর: আচমকা বন্যা এবং প্রবল ভূমিধসে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে জম্মু ও কাশ্মীরের রামবন জেলা। রবিবার সকাল থেকেই টানা বৃষ্টির কারণে জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ধস নামে ধর্মকুণ্ড এলাকার একাধিক জায়গায়। এখনো পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল বর্ষণের জেরে চেনাব নদীর জল উপচে পড়ে গ্রামে প্রবেশ করে। ধসের ফলে বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। বেলা গড়াতেই ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা ছাড়িয়েছে ১৫০। আশঙ্কা করা হচ্ছে, ধস ও বন্যার জেরে আটকে পড়েছেন শতাধিক বাসিন্দা।এদিকে, আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সতর্কতা হিসেবে আপাতত বন্ধ রাখা হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। রামবনের ডেপুটি কমিশনার নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং যে কোনও জরুরি প্রয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।এই মুহূর্তে মূল লক্ষ্য আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা এবং পরিস্থিতির আরও অবনতি রোখা। আবহাওয়া ও ভূপ্রাকৃতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts