মেয়ের প্রথম ঝলক শেয়ার করলেন রাহুল -আথিয়া ,জানালেন নামও
রাহুল-আথিয়ার ঘরে এসেছে খুশির খবর, মেয়ের নাম জানিয়ে ছবি শেয়ার ক্রিকেটারের।ক্রিকেট ও বলিউডের এই জনপ্রিয় জুটির জীবনে এসেছে নতুন আনন্দের মুহূর্ত। কেএল রাহুল ও আথিয়া শেট্টি তাঁদের সদ্যোজাত কন্যার প্রথম ঝলক শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রাহুলের ৩৩তম জন্মদিনে, এই খুশির খবর ভাগ করে নিয়ে ভক্তদের দিলেন সারপ্রাইজ।ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে রাহুল ও আথিয়া তাঁদের মেয়েকে কোলে নিয়ে রয়েছেন। যদিও শিশুর মুখ দেখা যায়নি, কিন্তু ক্যাপশনেই মিলেছে বড় সারপ্রাইজ—মেয়ের নাম। তাঁরা লিখেছেন, “আমাদের মেয়ে, আমাদের পৃথিবী—ইভারা ঈশ্বরের আশীর্বাদ।’ইভারা’ নামটি সংস্কৃত শব্দ থেকে নেওয়া, যার অর্থ ‘ঈশ্বরের উপহার’। এই নাম সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে শুভেচ্ছার ঢল। বলিউড ও ক্রীড়াজগতের বহু তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন, সঙ্গে সাধারণ মানুষও আনন্দে সামিল হয়েছেন।উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল ও আথিয়া। ২০২4 সালের শেষের দিকে জানা যায় আথিয়া গর্ভবতী। এরপর ২৪ মার্চ, মুম্বইয়ের এক হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা। মেয়ের জন্মের সময় পাশে থাকতে রাহুল আইপিএলের প্রথম ম্যাচেও অংশ নেননি।এই নতুন অধ্যায়ের জন্য রাহুল-আথিয়াকে জানাই অনেক অনেক শুভেচ্ছা!
নিজের নাতনিকে ঘিরে এক আবেগঘন পোস্টে জীবনের আসল মানে বোঝালেন সুনীল শেঠি।সম্প্রতি লিঙ্কডইনে একটি পোস্টে সুনীল শেঠি লেখেন, “জীবন অনেক সময় আমাদের এমন লক্ষ্য ছুঁতে বাধ্য করে, যা হয়তো বাহ্যিকভাবে সফলতার চিহ্ন—ভালো কাজ, বড় অফিস, আরও টাকা, স্বীকৃতি। কিন্তু সত্যি বলতে, সবকিছুর শেষে যে জিনিসটা হৃদয়ে সবচেয়ে গভীর ছাপ ফেলে, সেটা অনেক সময় সবচেয়ে সাধারণ কিছু থেকেই আসে।”তিনি আরও ইঙ্গিত করেন, নাতনির আগমনে তার হৃদয় ভরে উঠেছে এমন এক আনন্দে, যা কোনও চুক্তি বা অর্জন দিতে পারেনি।এই কথাগুলোর মধ্যে ফুটে উঠেছে একজন দাদুর আবেগ, ভালোবাসা আর উপলব্ধি—জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো একটা ছোট্ট হাসি, ছোট্ট হাতের ছোঁয়া, আর এক নিঃশর্ত ভালবাসা।
Post Comment