মুম্বই : মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফের নিরাপত্তা ভেঙে ঢোকার চেষ্টা সলমন খানের বাড়িতে। এক সপ্তাহে দু’দুবার এমন অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে বলেই জানিয়েছে পুলিস। প্রথম ঘটনা ঘটে মঙ্গলবার সকালে, যখন ছত্তিশগড়ের জিতেন্দ্র কুমার সিং, বয়স ২৩ বছরের এক যুবক অভিনেতার বাড়ির সামনে এসে নিজেকে সলমনের ভক্ত বলে দাবি করে ভিতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে উত্তেজিত হয়ে পড়ে সে, এমনকি এক নিরাপত্তারক্ষীর ফোন ভেঙে দেয় বলে অভিযোগ। সন্ধ্যাবেলায় ফের সে লুকিয়ে থেকে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে, এবার তাকে গ্রেপ্তার করে পুলিস।এরপর বৃহস্পতিবার সকালে এক মহিলা ইশা ছাবরা, বয়স ৩২ বছরের এক অনুরাগীও একইভাবে প্রবেশের চেষ্টা করে। নিজেকে মডেল পরিচয় দিয়ে সে জানায়, সলমনের সঙ্গে একবার দেখা করতেই এসেছে। পুলিস দু’জনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা একা নাকি কারও প্ররোচনায় এই কাজ করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, সলমন খান আগেও একাধিকবার হুমকি পেয়েছেন, বিশেষ করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে। তাঁর নিরাপত্তা নিয়ে প্রশাসন যথেষ্ট সতর্ক। তবে বারবার এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ভাবনা চলছে।
2 Comments
666betlogin
December 14, 2025Trying out 666betlogin – simple and direct to the point, which I like. Hopefully, luck is on my side! Give it a look: 666betlogin










betjee
December 7, 2025Spending some time on betjee. Seems reliable and it has a lot of offer. Lets hope luck is on my side! Start here: betjee