পারিবারিক সম্পত্তির জন্য বোনের চুলের মুঠি ধরে মারধর, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, বারাসত: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চরমে উঠেছে উত্তেজনা। ভাইয়ের হাতে বোনের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাসতে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, যখন এক মহিলা জানালা বন্ধ করতে গেলে অন্য এক মহিলা তাতে আপত্তি জানান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়—আপত্তি জানানো মহিলাকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে এক ঘরের মধ্যে, উপস্থিত ছিলেন চারজন মহিলা ও দুই পুরুষ।এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পরে জানা যায়, আক্রান্ত মহিলা বিষয়টি নিয়ে বারাসত থানায় অভিযোগ জানান। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অঞ্জন ধর, যিনি অভিযোগকারিণী আরিস্মা ধরের ভাই।পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তরা হলেন রুনু হাজারী, চন্দ্রিমা দত্ত, রূপজয়িতা ধর এবং শুভ্রউজ্জ্বল দত্ত। তারা বর্তমানে পলাতক, এবং তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।এই ঘটনার ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে বারাসতে এই ঘটনায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

আরিস্মার দাবি, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁকে হেনস্থা করা হচ্ছিল। মা রীণা ধরের মৃত্যুর পর তিনি নিজ বাড়িতে এসে থাকতে শুরু করেন। কিন্তু এর পর থেকেই তাঁর উপর মানসিক ও শারীরিক চাপ বাড়তে থাকে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রীণা ধরের মৃত্যুর পর সম্পত্তির দখল নিয়ে বোনেদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, অঞ্জন ও তার স্ত্রীর নেতৃত্বে অন্য সদস্যরাও সম্পত্তির কাগজ নিজেদের নামে করতে চাইছিলেন, যার বিরোধিতা করেন আরিস্মা ধর। এর পরেই তাঁর উপর এই হামলা হয় বলে দাবি।আরিস্মার আশঙ্কা, “ওরা চুপিচুপি সব দখল করে নিতে চায়। আমি বাধা দেওয়ায় এখন আমার জীবনও বিপন্ন। পুলিশের কাছে একটাই আবেদন, যেন সবাইকে দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া হয়।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং সমস্ত দিক খতিয়ে তদন্ত চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts