তালিকা ও ওএমআরশিট প্রকাশিত না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে চাকরিহারা শিক্ষকরা

দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করার পর কিছুটা স্বস্তি পেলেও পুরোপুরি আশ্বস্ত নন চাকরিচ্যুত শিক্ষকরা। সরকারের আশ্বাসে আস্থার জায়গা তৈরি হলেও, এখনো পর্যন্ত যোগ্য ও অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি।এসএসসি ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হলেও, আন্দোলন থামছে না। শনিবার থেকে গান্ধী মূর্তির পাদদেশে নতুন করে অবস্থান শুরু করবেন তাঁরা। তাঁদের বক্তব্য, চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।এক বিক্ষোভকারী শিক্ষকের কথায়, “আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, কিন্তু সেটা প্রমাণে সরকারকেও উদ্যোগ নিতে হবে। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের দাবি থেকে একচুলও সরে আসব না।”

চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ২২ লক্ষেরও বেশি ওএমআর শিটের প্রতিলিপি (মিরর ইমেজ) ওয়েবসাইটে আপলোড না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলতেই থাকবে।তাঁদের কথায়, আন্দোলন এখন আর শুধু শহর কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এসএসসি ভবন থেকে অবস্থান তুলে নেওয়ার পর তাঁরা আগামী শনিবার থেকে গান্ধী মূর্তির পাদদেশে ফের বসবেন অবস্থানে। পাশাপাশি, আগামী ১৬ এপ্রিল থেকে রাজধানী দিল্লির যন্তরমন্তরেও শুরু হতে চলেছে তাঁদের বিক্ষোভ। সেখানেও থাকবেন অন্তত ১৫০ জন চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষিকা।এক আন্দোলনকারীর বক্তব্য, “আমরা শুধু নিজেদের ন্যায্য অধিকার চাই। স্বচ্ছতা আর ন্যায়বিচারের দাবিতে লড়াই চলছে, চলবেই। এই বার্তা দিল্লিতেও পৌঁছে দিতে চাই।”আন্দোলনের তীব্রতা এবং ব্যাপ্তি যে বাড়ছে, তা স্পষ্ট। এখন দেখার বিষয়, সরকার কতটা দ্রুত প্রতিক্রিয়া জানায়।

3 Comments

  1. wc99game
    December 7, 2025

    Spent a few hours on wc99game last night. Graphics are good and gameplay is engaging. A fun way to wind down after work. Definitely give it a shot. wc99game

  2. win789vn8
    December 14, 2025

    Hey guys! Just had a crack at win789vn8 and I wasn’t disappointed. Easy to navigate, pretty good payouts from what I saw. Definitely worth a look if you’re in the market for a new spot! More here: win789vn8

  3. luckbetcasino
    December 27, 2025

    Luckbetcasino, eh? Not bad, not bad at all. Gave it a whirl the other day and the slots were actually spitting out some decent wins. Sign-up process was smooth too, none of that finicky paperwork I hate. Could use a bit more variety in their table games, but hey, who am I to complain when Lady Luck is smiling? Check them out: luckbetcasino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *