বাগুইআটিতে ট্রলিব্যাগে মিলল মহিলার মরদেহ খুনের সন্দেহে তদন্ত শুরু,

কলকাতা, ২২ এপ্রিল ২০২৫: মঙ্গলবার সকালে বাগুইআটির দেশবন্ধুনগরে এক পরিত্যক্ত নালার ধারে পড়ে থাকা কালো রঙের একটি ট্রলিব্যাগ ঘিরে শুরু হয় চাঞ্চল্য। প্রথমে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে অস্বাভাবিকভাবে ফেলে রাখা ব্যাগটি। এর কাছাকাছি থেকে দুর্গন্ধও পেতে শুরু করেন তাঁরা, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে।স্থানীয়দের অভিযোগ, ব্যাগটির অবস্থান এবং পরিস্থিতি দেখে তাঁদের সন্দেহ জাগে যে এর ভেতরে কিছু অস্বাভাবিক রয়েছে। সঙ্গে সঙ্গেই তাঁরা থানায় খবর দেন। পুলিশ এসে ব্যাগটি খুলতেই চমকে ওঠে—ভেতরে এক অজ্ঞাত মহিলার নিথর দেহ! পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার মুখে সাদা-বাদামি টেপ জড়ানো ছিল, যা থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে—তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দেহটি প্রথমে অন্য কোথাও খুন করে, পরে এলাকা নির্জন দেখে ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশের অনুমান।মৃতার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ আশপাশের থানায় নিখোঁজ ডায়েরির খোঁজ নিচ্ছে এবং ফরেনসিক তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পাশাপাশি, এলাকা ঘিরে তদন্ত চালানো হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয়দের মধ্যে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে এই মহিলা? কেনই বা তাকে এত নির্মমভাবে হত্যা করা হলো—এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা শহর।

এই ঘটনাটি মনে করিয়ে দিয়েছে কয়েক মাস আগের একটি ভয়াবহ ঘটনা—যেখানে কুমোরটুলি ঘাটের কাছে ধরা পড়েছিল এক মা ও মেয়ে। তাঁদের সঙ্গে থাকা একটি ট্রলিব্যাগ থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার খণ্ড-বিখণ্ড দেহ।পরে জানা যায়, মৃতা ছিলেন মেয়েটির আত্মীয়া। অভিযোগ অনুযায়ী, পারিবারিক অশান্তির জেরে তাঁকে খুন করে দেহ টুকরো করে ট্রলিতে ভরে গঙ্গায় ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল ওই দুই মহিলা। তবে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি—গঙ্গার ধারেই পুলিশ তাদের পাকড়াও করে।বর্তমান বাগুইআটির ঘটনার সঙ্গে ওই পুরনো ঘটনার কোনও সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। একের পর এক ট্রলিব্যাগে মৃতদেহ উদ্ধারে উদ্বিগ্ন শহরবাসী।ক্রমাগত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি শহরবাসীর মনে প্রশ্ন তুলছে—নিরাপত্তা কতটা সুরক্ষিত?

2 Comments

  1. hot646login
    December 7, 2025

    For those needing to log into hot646, this hot646login page will get you right to the entrance. No messing around.. Go check out hot646login.

  2. jogaobet
    December 14, 2025

    Jogaobet, right? Quick look – feels legit. Good layout and stuff. Could easily spend a few hours here, ya know? Give it a try: jogaobet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *