ঢাকা, ১৬ এপ্রিল: ঢাকা মেট্রোপলিটন আদালত জমি দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আরও ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পূর্বাচল আবাসন প্রকল্পে জমি অবৈধভাবে নিজের নামে নেওয়ার অভিযোগে দুদকের (দুর্নীতি দমন কমিশন) দায়ের করা মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ।মঙ্গলবার আদালত জানায়, দুর্নীতির প্রমাণ হিসাবে দুদকের জমা দেওয়া চার্জশিট খতিয়ে দেখেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে, রবিবার পূর্বাচল প্রকল্প ঘিরে আরও তিনটি মামলায় শেখ হাসিনা, তাঁর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জারি করেছিল একই আদালত।আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ এপ্রিলের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। ঢাকার একাধিক থানাকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশে স্থলপথে ভারতীয় সুতো আমদানিতে নিষেধাজ্ঞাএকই দিনে, ভারত থেকে সুতো আমদানির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থলপথে ভারতের বিভিন্ন সীমান্ত বন্দর — যেমন বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারি দিয়ে সুতো আমদানি আপাতত বন্ধ থাকবে।তবে জল ও আকাশপথে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বাংলাদেশের টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই ভারতীয় সস্তা সুতোর কারণে ক্ষতির অভিযোগ তুলে আসছিল। অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।










jjwinclub
December 7, 2025Is anyone in the jjwinclub VIP? What’s it like over there? Worth grinding those points for? Any exclusive bonuses? jjwinclub